icnazrul.com

মুনাজাত

আমারে সকল ক্ষুদ্রতা হতে
বাঁচাও প্রভু উদার।
হে প্রভু! শেখাও- নীচতার চেয়ে
নীচ পাপ নাহি আর।

যদি শতেক জন্ম পাপে হই পাপী,
যুগ যুগান্ত নরকেও যাপি,
জানি জানি প্রভু ,তারও আছে ক্ষমা-
ক্ষমা নাহি নীচতার।।

ক্ষুদ্র করো না হে প্রভু
হৃদয়ের পরিসর,
যেন হৃদয়ে সম ঠাঁই পায়
শত্রু-মিত্র-পর।

নিন্দা না করি ঈর্ষায় কারো
অন্যের সুখে সুখ পাই আরো ,
কাঁদি তারি তরে অশেষ দু:খী
ক্ষুদ্র আত্মা তার ।।
























প্রার্থনা

আমাদের ভালো করো হে ভগবান
সকলের ভালো করো হে ভগবান।।

আমাদের সব লোকে বাসিবে ভালো।
আমরাও সকলেরে বাসিব ভালো।
রবে না হিংসা দ্বেষ
দেহ ও মনের ক্লেশ,
মাটির পৃথিবী হবে স্বর্গ-সমান
হে ভগবান।।

জ্ঞানের আলোক দাও হে ভগবান ।
বিপুল শক্তি দাও হে ভগবান ।।

তোমারই দেওয়া জ্ঞানে চিনিব তোমায়,
তোমারই শক্তি হবে কর্মে সহায়।
ধর্ম যদি সাথী হয়
রবে না ক দুঃখ ভয়,
বিপদে পড়িলে তুমি করো যেন ত্রাণ-
হে ভগবান।।