....ভারত যে আজ পরাধীন এবং আজো যে স্বাধীনতার পথে তার যাত্রা
শুরু হয়নি-শুধু আয়োজনেই ঘটা হচ্ছে এবং ঘট ভাঙছে-তার একমাত্র কারন
আমাদের হিন্দু-মুসলমানের পরস্পরের প্রতি হিংসা ও অশ্রদ্ধা। আমরা মুসলমানেরা
আমাদেরই প্রতিবেশী হিন্দুর উন্নতি দেখে হিংসা করি, আর হিন্দুরা আমাদের
অবনত দেখে আমাদের অশ্রদ্ধা করে।....
.... আজ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড়
ট্রাজেডী এই যে, আমরা সবচেয়ে কাছের মানুষটিকেই সবচেয়ে কম করে
জানি। আমরা ইংরাজের কৃপায় ইংরাজী,গ্রিক,ল্যাটিন ,হিব্রু থেকে শুরু করে
ফ্রেঞ্চ,জার্মান,ইতালিয়ান,স্প্যানিশ,চেক,স্ক্যান্ডিনেভিয়ান,চীন,জাপানি,হনলুলু,
গ্রিনউইচের ভাষা জানি ইতিহাস জানি,তাদের সভ্যতার খবর নিই, কিন্তু আমারই
ঘরের গায়ে গা লাগিয়ে যে প্রতিবেশীর ঘর তারই কোন খবর রাখিনে বা রাখার
চেষ্টাও করিনে। বরং ঐ না জানার গর্ব করি বুক ফুলিয়ে।
একেই বলে বোধ হয়, penny wise pounf foolish।
.... যদি পারেন মাতৃভাষায় আপনার সাহিত্য জ্ঞান-
বিজ্ঞান-ইতিহাস- সভ্যতার অনুবাদ ও অনুশীলনের কেন্দ্রভুমি যেখানে হোক
প্রতিষ্ঠা করুন। তা না পারলে ধর্ম ধর্ম বলে ইসলাম বলে চিৎকার করবেন না।
আমাদের next door neighbour এর মন থেকে আমাদের
প্রতি অশ্রদ্ধা দূর হবে এই এক উপায়ে আর তবেই ভারতের স্বাধীনতার পথ প্রশস্ত হবে।
সমস্ত সাম্প্রদায়িকতার মাতলামিরও অবসান হবে সেইদিন, যেদিন হিন্দু মুসলমান
পরস্পরকে পরিপূর্ণ শ্রদ্ধা নিয়ে আলিঙ্গন করতে পারবে। সেদিন যে competition হবে
সে competition হবে cultured মনের chivalrous competition sportman-like competion.